• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বেলকুচিতে ১৪৪ ধারা জারি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৩, ৯ জুন ২০২২

ফন্ট সাইজ
বেলকুচিতে ১৪৪ ধারা জারি

ফাইল ছবি

সিরাজগঞ্জের বেলকুচির মুকুন্দগাঁতী টার্মিনাল এলাকায় বৃহস্পতিবার সব ধরনের সভা-সমাবেশ আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। জানা গেছে, বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান ফোরাম ও উপজেলা ছাত্রলীগ একই সময় মুকুন্দগাঁতী বাস টার্মিনালে পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, গত রোববার সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার জীধুরিস্থ মাজেম মিয়ার মোড়ে ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদারের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদের বিরুদ্ধে। এ ঘটনায় আকতার হামিদসহ ৭ ছাত্রলীগ নেতা-কর্মীর নামে মামলা করেন জহুরুল।

মামলার এজাহারে বলা হয়েছে, ইউপি চেয়ারম্যান জহুরুল উত্তর বানিয়াগাঁতি গুচ্ছ গ্রাম প্রকল্প বাবদ ১ লাখ ৭৬ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে মাজেম মিয়ার মোড়ে তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ ও তার সহযোগীরা। এ সময় তার সঙ্গে থাকা কাদের তালুকদারকেও মারপিট করা হয়। একপর্যায়ে জহুরুলের কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান হামলাকারীরা। পরে স্থানীয়রা আহত অবস্থায় কাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া বলেন, ‘রোববার সন্ধ্যায় পৌর ছাত্রলীগের সভাপতি ও তার সহযোগীরা আমার ওপর মাজেম মিয়া মোড়ে অতর্কিত হামলা চালায়। আমাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় আমার সঙ্গে থাকা ইউপি সদস্য আব্দুল কাদের তালুকদারকে ব্যাপক মারধর করেছে তারা। সে এখন এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন।

‘আমি থানায় মামলা করেছি। কিন্তু ঘটনার চার দিন পার হলেও পুলিশ কোনো আসামিকে এখনও গ্রেফতার করেনি। আসামিরা সবাই প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে আর হুমকি-ধমকি দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রশাসনের কাছে বিচার না পেয়ে আমাদের চেয়ারম্যান ফোরামের কাছে অভিযোগ করি। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে এক মানববন্ধন ও বিক্ষোভের ডাক দেই। উপজেলার সব চেয়ারম্যান ও মেম্বাররা তাদের সমর্থকদের নিয়ে মানববন্ধনে থাকবেন। এ খবর শুনে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আমরা প্রশাসনের এমন আচরণে ক্ষুব্ধ।’

উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রকি বলেন, ‘আমাদের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলকে নিয়ে ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট করায় আমরা ছাত্রলীগ বৃহস্পতিবার মানববন্ধনের ডাক দিয়েছি। কিন্তু প্রশাসন কেন ১৪৪ ধারা জারি করেছে, তা আমাদের জানা নেই।’

বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘মামলা নিয়েছি। আসামি গ্রেফতারের চেষ্টা করছি। এমন সময় দুই গ্রুপ একই স্থানে মানববন্ধনের ডাক দিয়েছে। তাই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। রাতে মাইকিং করা হয়েছে।’

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলা সদরে একই স্থানে চেয়ারম্যান ফোরাম ও ছাত্রলীগ মানববন্ধনের ডাক দেয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2