• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভিক্ষার থালা হাতে ভিক্ষুক সেজে রাস্তায় ব্যবসায়ীরা

প্রকাশিত: ১৮:৪৮, ৯ জুন ২০২২

ফন্ট সাইজ
ভিক্ষার থালা হাতে ভিক্ষুক সেজে রাস্তায় ব্যবসায়ীরা

দোকান উচ্ছেদের ঘটনায় অভিনব প্রতিবাদ জানিয়েছেন মেহেরপুরের ব্যবসায়ীরা। থালা হাতে প্রতীকী ভিক্ষুক বেশে শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কাঁশাড়ি পাড়া মোড় থেকে ব্যবসায়ীরা মিলিত হয়ে থালা হাতে ভিক্ষায় নামেন তারা।

পরে থালা হাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন ব্যবসায়ীরা। এর আগে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করা হয়। মেহেরপুর হোটেল বাজার সমিতির সভাপতি আব্দুল হান্নানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার মেহেরপুর শহরের কোট রোডে জেলা প্রশাসনের অভিযানে ২৫টি দোকান ঘর উচ্ছেদ কর হয়। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৯জুন) হোটেল বাজার ব্যবসায়ী সমিতির ঘোষণা অনুযায়ী দোকান বন্ধ করে থালা হাতে ভিক্ষায় নামা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এসময় ক্ষতিগ্রস্ত দোকানদাররা পুনর্বাসনের দাবি জানান। 

ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান বলেন, মেহেরপুর জেলা প্রশাসক কর্তৃক কোনো নোটিশ ছাড়াই কোট মসজিদের মার্কেট উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসকের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ৯৯ বছরের জন্য দোকান ঘর লিজ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন তারা। প্রশাসনের লোকজন হঠাৎ করেই বুলডোজার নিয়ে দোকান ভাঙতে শুরু করে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদসহ পুনর্বাসনের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে মেহেরপুরের জেলা প্রশাসক ডা. মুনসুর আলম খান বলেন, উচ্ছেদ অভিযান নিয়ম মেনেই হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: