শরীয়তপুরে ফেরিতে আগুন

শরীয়তপুরের মাঝিকান্দি চ্যানেলে পদ্মার বুকে চলন্ত ফেরিতে আগুন লেগে কেবিন ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১১ জুন) ভোর সোয়া ৫টার দিকে ফেরি ‘বেগম রোকেয়া’য় এ অগ্নিকাণ্ড ঘটে। ফেরিটি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মঙ্গল মাঝির ঘাটের উদ্দেশে যাচ্ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যানবাহন নিয়ে ফেরিটি শরীয়তপুরের মাঝিকান্দি চ্যানেলে প্রবেশ করতেই আগুন চোখে পড়ে। ফেরির পাম্প কাজে লাগিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চালক দ্রুত মাঝিকান্দি ঘাটে ফেরিটি ভিড়িয়ে যানবাহন নামিয়ে দেন।
এ ব্যাপারে ফেরির মাস্টার মিন্টু রঞ্জন দাস বলেন, ‘ক্যান্টিনের পাশে কেবিনের ওপরের সিটে আগুন লাগে। এতে ফেরির ওই কেবিনটির বিছানা, সিলিং দরজা ও কেবিনের বাইরের সিলিং ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় কেবিনে কেউ ছিল না।’
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএর উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘বেগম রোকেয়া ফেরিটির অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কেবিনের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর ফেরিটি যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটে রওয়ানা দেয়।’
মন্তব্য করুন: