• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নীলফামারীতে নৌকার জয়

প্রকাশিত: ২২:৩২, ১৫ জুন ২০২২

ফন্ট সাইজ
নীলফামারীতে নৌকার জয়

নীলফামারীর খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রশান্ত রায় বিজয়ী হয়েছেন। বুধবার (১৫ জুন) রাতে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে।

নৌকা প্রতীকে তিনি পেয়েছেন চার হাজার ৯২০ ভোট। তার নিকটতম ছিলেন স্বতন্ত্র প্রার্থী আশফাউদৌলা সিদ্দিকী খোকন। চশমা প্রতীকে তিনি পান চার হাজার ১১৬ ভোট।

এছাড়া প্রতিদ্বন্দ্বী মাসুদ রানা মাসুম টেলিফোন প্রতীকে পেয়েছেন দুই হাজার ৩৩৪, মাসুদ রানা সাবদের আনারস প্রতীকে পেয়েছেন ২৭০, শশধর রায় টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন ৩০৯, মঞ্জুরুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ১২২, ইসলামী আন্দোলনের নাঈমুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ২২৫, তহিদুল ইসলাম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন এক হাজার ৭১৪ এবং পঞ্জক কুমার রায় অটোরিকশা প্রতীকে পেয়েছেন এক হাজার ৯৫৩ ভোট।

সদর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আফতাব উজ জামান জানান, ১৯ হাজার ৭৯১টি ভোটের মধ্যে ভোট পড়েছে ১৬ হাজার ৫টি।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2