গাইবান্ধা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

প্রতীকী ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বেলা আড়াইটার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত ব্যাক্তিরা ওই গ্রামের রফিকুল ইসলাম বাবুর পুত্র রিফাত মিয়া (১২) ও স্ত্রী রহিমা বেগম (৩৫)।
গোবিন্দগঞ্জের বৈরাগী হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়ির পাশের একটি জমিতে গরু ঘাস খাওয়ার সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ঝুলে থাকা ছেড়া তারে আটকে যায় গরুটি। রিফাত মিয়া গরুটিকে বাঁচাতে গেলে সেও তারের সঙ্গে জড়িয়ে পড়ে। এ সময় রিফাতের মা রহিমা বেগম ছেলেকে বাঁচালে গেলে সেও বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশ্ববর্তী ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বিভি/এনএ
মন্তব্য করুন: