নেত্রকোনায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত

নেত্রকোনায় নদ-নদীর পানি বেড়ে গিয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে কোনো কোনো নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় পরিমাপক মোবারক হোসেন জানান, বৃহস্পতিবার (১৬ জুন) রাত ৮টা পর্যন্ত জেলার কলমাকান্দা উপজেলার প্রধান নদী উব্দাখালীর পানি বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিনি বলেন, ‘টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বন্যার আশঙ্কা রয়েছে।’
জেলার ১০ উপজেলার নিচু এলাকা প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন ওইসব এলাকার সাধারণ মানুষ। জেলার দুর্গাপুর উপজেলার প্রধান নদী সোমেশ্বরীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নদীভাঙনের কবলে পড়েছে নদী তীরবর্তী ফারংপাড়া গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ। খালিয়াজুরী উপজেলার ধনু নদের পানি বৃদ্ধির পেয়েছে। যে কারণে তীরবর্তী কৃষ্ণপুর এলাকার সড়ক ভাঙনের কবলে পড়েছে।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম জানান, যে কোনো দুর্যোগে প্রশাসন সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে।
বিভি/এনএ
মন্তব্য করুন: