• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফরিদপুরে চার গ্রামের সংঘর্ষ: নিয়ন্ত্রণে আনতে পুলিশ মারলো গ্রেনেড

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৬, ১৭ জুন ২০২২

ফন্ট সাইজ
ফরিদপুরে চার গ্রামের সংঘর্ষ: নিয়ন্ত্রণে আনতে পুলিশ মারলো গ্রেনেড

ফরিদপুরের সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে একটি সাউন্ড গ্রেনেড ছুঁড়লে পরিস্থিতি শান্ত হয়।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি গ্রামে ঘণ্টাব্যাপী সংঘর্ষের এ ঘটনা ঘটে। সেনহাটি নামের ওই গ্রামে সংঘর্ষ শুরু হলে পাশের আরও তিনটি গ্রামের সমর্থকেরা এসে এতে যোগ দেন।

এই ঘটনায় আহতদের ১৫ জনকে ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে আহত ফিরোজ মাতুব্বর, ফজলু মাতুব্বর, জুবায়েদ খা, রফিক কাজী, আল আমিন, রুহুল ও কাজলের নাম পাওয়া গেছে। এদিকে সংঘর্ষচলাকালে হামলা চালিয়ে ১৫টি বসতঘর ভাঙচুর করে উত্তেজিত সংঘর্ষকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রাম্য দলাদলি নিয়ে সেনহাটি গ্রামের ইউপি সদস্য কবির মাতুব্বরের সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষের গ্রাম্য দলনেতা মো. ফাগু মাতুব্বরের সমর্থকদের তুমুল সংঘর্ষ বেঁধে যায়। এতে যোগ দেন পাশের গোয়ালপাড়া, খোয়াড় ও খাগড়া গ্রামের কয়েকশো মানুষ। তারা দেশীয় অস্ত্র ঢাল-কাতরা নিয়ে ঘন্টাব্যাপী পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হন। 

 

নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। এলাকার পরিবেশ এখন শান্ত আছে।

বিভি/ এসএইচ/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2