নিখোঁজের তিনদিন পর শরবত বিক্রেতার মরদেহ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন চুনা নদী থেকে নিখোঁজের তিনদিন পর হালিম (৩২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের চুনা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, হালিম মুন্সিগঞ্জ ইউনিয়নের সলেমান গাজীর ছেলে। তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। হালিম পেশায় মুন্সিগঞ্জ বাজারে আখের রস, শরবত ও ফল বিক্রেতা ছিলেন।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি চুনা নদীতে একটি মরদেহ ভাসছে। পরবর্তীতে আমি নিজে এসে মরদেহটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য হালিমের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিভি/এজেড/এইচএস
মন্তব্য করুন: