শরীয়তপুরে ফেরি দুর্ঘটনায় ১ জন নিহত

শরীয়তপুরের শিমুলিয়া ও মাঝিকান্দি ফেরি রুটে দুই ফেরির সংঘর্ষে একজন গাড়িচালক নিহত হয়েছেন। রবিবার (১৯ জুন) রাত সাড়ে ৩টার দিকে এই সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।
নিহত পিকআপ চালকের নাম মো. খোকন। প্রাথমিকভাবে জানা গেছে তিনি ঝালকাঠি জেলার বাসিন্দা।
সুফিয়া কামাল ফেরির মাস্টার মো. হাসান জানান, রবিবার রাতে পদ্মায় ফেরি বেগম রোকেয়া ও ফেরি সুফিয়া কামালের সংঘর্ষ হয়। তখন বেশকিছু গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। এতে ১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
তবে এ ঘটনা ফেরি চলাচলের ওপর কোনো প্রভাব ফেলেনি। শিমুলিয়া-মাঝিকান্দায় ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বিভি/এনএ
মন্তব্য করুন: