• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পিলারের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৩

প্রকাশিত: ১১:২৩, ১৯ জুন ২০২২

ফন্ট সাইজ
পিলারের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৩

ঢাকার নবাবগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সঙ্গে ধাক্কা দিয়ে দুমড়ে গেছে। এ ঘটনায় চালকসহ ৩ জন নিহত হয়েছেন। রবিবার ভোর ৫টার দিকে নবাবগঞ্জে বাগমারা এলাকায় প্যারাগন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের নাম আবুল কাশেম (৫০), বিল্লাল (৩৫) ও ফারহানা ( ৮)।

ঘটনাস্থলে থাকা নবাবগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন জানিয়েছেন, পিলারের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই আবুল কাশেম ও ফারহানার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চালক মনির খান বিল্লালকে (৩৫) ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ (পিপিএম) জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা দোহারের রায়পাড়ার বাসিন্দা। তারা সম্ভবত বিমানবন্দর থেকে ফিরছিলেন। দুর্ঘটনার ধরন দেখে মনে হয়েছে, চালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2