বাড়লো পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরিভাড়া

মানিকগঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ীর দৌলতদিয়া নৌ পথে ফেরি পারাপারে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে তারা ২০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। রবিবার (১৯ জুন) সকাল ৬টা থেকে ফেরি পারাপারে আসা সকল পরিবহন থেকে এই বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, আজ থেকে নতুন ভাড়া নির্ধারণের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১ থেকে ৩ টন পণ্যবাহী ছোট ট্রাক বা কাভার্ড ভ্যানের ভাড়া ৭৪০ টাকা থেকে বেড়ে ৯০০ টাকা। ৩ থেকে ৫ টনের ট্রাক ৮৮০ থেকে বেড়ে ১ হাজার ৫০ টাকা, ৫ থেকে ৮ টন পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যানের ভাড়া ১ হাজার ৬০ থেকে বেড়ে ১ হাজার ৩০০ টাকা এবং ৮ থেকে ১১ টনের বড় ট্রাক ও লরির ভাড়া ১ হাজার ৪৬০ থেকে বেড়ে ১ হাজার ৭৫০ টাকা।
এই রুটে মিনিবাস বা কোস্টার পারাপারে ৯০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫০ টাকা, মাঝারি আকারের বাস ১ হাজার ৫৮০ থেকে ১ হাজার ৭৫০ টাকা এবং বড় বাসের ভাড়া ১ হাজার ৮২০ থেকে বেড়ে ২ হাজার ১০০ টাকা।
এছাড়া মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স পারাপারের ক্ষেত্রে ৮০০ টাকার স্থলে ১ হাজার, পাজেরো গাড়ি ৭৩০ টাকার স্থলে ৯০০ টাকা, কার ও জিপ ৪৫০ টাকার স্থলে ৫৪০ টাকা, মোটরসাইকেল ৭০ টাকার স্থলে ১০০ টাকা গুনতে হবে। কিন্তু যাত্রীদের ক্ষেত্রে জনপ্রতি ভাড়া ৩০ টাকাই থাকবে।
ইতোমধ্যে ফেরি পারাপারে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে গাড়ি চালকরা ক্ষোভ প্রকাশ করেছেন। যশোর থেকে দৌলতদিয়া ঘাটে আসা পণ্যবোঝাই ট্রাকচালক এনামুল হক বলেন, ‘হঠাৎ করে ফেরিভাড়া বাড়ালো। আমরা এখন কী করবো! মালিক থেকে আমরা আর কয় টাকাই পাই। আবার পদ্মা সেতু পারাপারে গাড়ির টোল বেশি ধরেছে। সরকার যদি আমাদের কথা না ভাবে, আমরা যাবো কোথায়?’
এ বিষয়ে বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ডিজিএম খালিদ নেওয়াজ বলেন, ‘গত ১৯ এপ্রিল তেলের দাম বাড়ার প্রেক্ষিতে এ নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।’
বিভি/এনএ
মন্তব্য করুন: