• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

একসঙ্গে জন্ম নেয়া ৩ সন্তানের নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

প্রকাশিত: ২২:৫২, ১৯ জুন ২০২২

ফন্ট সাইজ
একসঙ্গে জন্ম নেয়া ৩ সন্তানের নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

স্বপ্নের পদ্মা সেতু মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জানান দিচ্ছে বাংলাদেশের সক্ষমতার। এরই মধ্যে ঘটেছে আরও এক নাটকীয় ঘটনা। নারায়ণগঞ্জের বন্দর থানায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন অ্যানি বেগম (২৪) নামে এক নারী। 

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের প্রাক্কালে একসঙ্গে তিন সন্তান জন্ম নেয়ায় বেজায় খুশি এই গৃহবধূ তিন সন্তানের নাম রেখেছেন স্বপ্ন, পদ্মা ও সেতু। শনিবার (১৮ জুন) নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে এক ছেলে ও দুই মেয়ে জন্ম দেন অ্যানি বেগম। 

শনিবারে জন্ম নিলেও পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে তিন সন্তানের নামকরণ করায় বিষয়টি আলোচনায় আসে আজ রবিবার (১৯ জুন)। অ্যানি বেগম বন্দরের নবীগঞ্জ এলাকার আশরাফুল ইসলাম অপুর স্ত্রী। অপু পেশায় একজন ব্যবসায়ী। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।

আশরাফুল-অ্যানি দম্পতি তাদের ছেলের নাম রেখেছেন ‘স্বপ্ন’। দুই মেয়ের নাম রাখা হয়েছে ‘পদ্মা’ ও ‘সেতু’, যা একসঙ্গে স্বপ্নের পদ্মা সেতুকে প্রতিনিধিত্ব করে বলে জানান তারা। 

এ বিষয়ে আশরাফুল ইসলাম অপু বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের মাসে আমার স্ত্রী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে। এজন্য ডাক্তার শখ করে তাদের তিনজনের নাম রেখেছেন স্বপ্নের পদ্মা সেতু। আমাদের কাছেও নামটি পছন্দ হয়েছে। এজন্য ছেলে-মেয়েদের নাম রেখেছি- স্বপ্ন, পদ্মা ও সেতু।

হাসপাতালটির চিকিৎসক বেনজির হক পান্না বলেন, অ্যানি নামের ওই নারী শুরু থেকেই আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরিপূর্ণ সময় নিয়ে এই নবজাতকদের জন্ম হয়েছে। তাদের শারীরিক কোনো সমস্যা নেই। নরমাল ডেলিভারি করা যেতো কিন্তু পেশেন্টের তাগিতে সিজার করতে হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2