তীব্র স্রোতে শিমুলিয়া-মাঝিকান্দি রুটে আবার ফেরি চলাচল বন্ধ

পদ্মায় তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-মাঝিকান্দি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে এ নৌ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, এ নৌ রুটে মোট পাঁচটি ফেরি চলছিল। তবে নদীতে পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোত ও পানির ঘূর্ণি দেখা দেয়। এজন্য নৌ যান ও যাত্রী নিরাপত্তায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার পর আবার ফেরি চলাচল শুরু হবে।
তিনি আরও জানান, যানবাহন পারাপারে বিকল্প নৌ রুট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। মাইকিংয়ের পর ব্যক্তিগত যানবাহন, জরুরি ও অ্যাম্বুলেন্স ঘাট ত্যাগ করেছে। কিছু যানবাহন সকালে পার হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে।
বিভি/এনএ
মন্তব্য করুন: