• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বোরকা পরে স্ত্রী-শাশুড়ি-চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেফতার

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৭, ২৪ জুন ২০২২

আপডেট: ১৩:২৭, ২৪ জুন ২০২২

ফন্ট সাইজ
বোরকা পরে স্ত্রী-শাশুড়ি-চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেফতার

শেরপুরের শ্রীবরদীতে ধারালো দা দিয়ে কুপিয়ে স্ত্রী, শাশুড়ি, চাচা শ্বশুরকে হত্যা ও শ্বশুর ও শ্যালকসহ তিন জনকে আহত করার ঘটনায় অভিযুক্ত জামাই মিন্টু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২৪ জুন) ভোরে ঘটনাস্থলের অদূরে একটি গাছে আত্মগোপন করে থাকা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা, চাকুসহ তাকে গ্রেফতার করা হয়। 

নিহতের পরিবার এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় সতের বছর আগে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পুটল গ্রামের মনু মিয়ার কন্যা মনিরার সংগে পাশের গেরামারা গ্রামের হাইমুদ্দিনের পুত্র মিন্টু মিয়ার বিয়ে হয়। সংসার জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। সম্প্রতি তাদের দাম্পত্য কলহ চরম আকার ধারণ করলে স্ত্রী মনিরা (৩৫) গত রমজান মাস থেকে বাবার বাড়িতেই অবস্থান করতে থাকে। এর জের ধরে মিন্টু মিয়া বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বোরকা পরে দা নিয়ে শ্বশুর বাড়িতে অতর্কিতে হামলা করে। প্রথমেই সে স্ত্রী মুনিরাকে কুপিয়ে হত্যা করে। এসময় বাধা দিতে গেলে ব্যবহৃত শেফালি বেগম ( ৫০), চাচা শ্বশুর হাজী মাহমুদ (৬৫), শ্বশুর মনু মিয়া, শ্যালক শাহাদৎ হোসেন ও চাচী শাশুড়ি ছাহের খাতুন আহত হয়।
 
পরে স্থানীয়রা আহতদের দ্রুত পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাশুড়ি শেফালি বেগম ও চাচা শ্বশুর হাজী মাহমুদকে মৃত ঘোষণা করে। বাকি আহত তিনজন শ্বশুর মনু মিয়া, শ্যালক শাহাদৎ ও চাচী শাশুড়ি ছাহেরা খাতুনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এই ঘটনায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। শ্রীবরদি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, ঘটনাস্থল থেকে একজনের ও বাকি দু’জনের লাশ বকশিগঞ্জ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া রাতভর অভিযান চালিয়ে আজ ভোরে পুটুল গ্রাম থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা, চাকুসহ অভিযুক্ত মিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। 

বিভি/এমএএইচএইচ/এএন

মন্তব্য করুন: