স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন প্রথম স্ত্রী

স্বামীর দ্বিতীয় বিয়ের খবর জানতে পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জীবন দিয়েছেন খালেদা আক্তার (৩২) নামে এক গৃহবধূ। শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল জেলার মির্জাপুরে উপজেলার ধেরুয়া রেল সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
খালেদা আক্তার উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামের আনোয়ার হোসেনের প্রথম স্ত্রী।
এলাকাবাসী জানান, রশিদ দেওহাটা গ্রামের হালিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন-খালেদা আক্তার দম্পতির সংসারে ৩ সন্তান রয়েছে। আনোয়ার ২ বছর আগে রশিদ দেওহাটা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রাশেদা আক্তারকে গোপনে বিয়ে করেন। বিষয়টি এক সপ্তাহ আগে
খালেদা জানতে পারেন। এরপর থেকে তাদের সংসারে কলহ শুরু হয়। তার জের ধরে শনিবার সকালে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ধেরুয়া রেল সেতু এলাকায় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন খালেদা।
এ ব্যাপারে মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুল হাসান বলেন, ‘গাজীপুরের জিআরপি পুলিশকে এ ব্যাপারে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।'
বিভি/এনএ
মন্তব্য করুন: