• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আট দিন ধরে বিদ্যুৎ নেই হবিগঞ্জের ২০০ গ্রামে

প্রকাশিত: ১৮:৪৮, ২৫ জুন ২০২২

ফন্ট সাইজ
আট দিন ধরে বিদ্যুৎ নেই হবিগঞ্জের ২০০ গ্রামে

বন্যার কারণে গত আট দিন ধরে হবিগঞ্জে ৬টি উপজেলার প্রায় ২০০ গ্রাম বিদ্যুৎবিহীন অন্ধকারে দিন পার করছে। এ অবস্থায় গ্রামগুলোতে চুরি-ডাকাতিসহ নানা আতঙ্ক বিরাজ করছে এসব গ্রামে।

কয়েকটি গ্রামের বাসিন্দারা জানান, ডাকাতির আশঙ্কায় গ্রামবাসীরা পালাক্রমে পাহারা দিচ্ছে। কয়েকজন জানান, পানির দুর্ভোগ যেমন-তেমন। রাতের অন্ধকারের নিরাপত্তাহীনতার বিষয়টি আরও ভয়ংকর।

কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় তাদের পড়াশুনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ না থাকায় রাতে পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে।

সরবরাহ চালুর বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মোতাহার হোসেন বলেন, জনগণের নিরাপত্তার কথা বিবেচনায় সরবরাহ বন্ধ আছে। আশা করছেন পানি কমলে সরবরাহ চালু হবে।

হবিগঞ্জে ১৮ জুন থেকে বন্যা দেখা দেয়। জেলা পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, মোট ১৮৮টি গ্রামের ২০ হাজার ৮৯০ জন গ্রাহক বর্তমানে বিদ্যুৎ পাচ্ছে না। এর মধ্যে নবীগঞ্জ উপজেলার ৫৬টি গ্রামের ১৭ হাজার ৪০০, বানিয়াচংয়ের ৪৯টি গ্রামের ২ হাজার, বাহুবলের ৪০টি গ্রামের ১ হাজার, লাখাইয়ের ৩২টি গ্রামের ৩৫০, সদরের ৭টি গ্রামের ৮০ জন এবং আজমিরীগঞ্জের ৪টি গ্রামের ৬০ জন গ্রাহক আছেন।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মোতাহের হোসেন বলেন, ‘বন্যার কারণে গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ রাখাটা ঝুঁকিপূর্ণ। এ কারণে সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে যেসব গ্রামগুলোতে পানি কমেছে বা ঝুঁকি কম, সেখানে শনিবার থেকে সরবরাহ চালুর চেষ্টা চলছে।
 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2