• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পদ্মাসেতু দেখানোর কথা বলে রিসোর্টে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ

প্রকাশিত: ১৪:৪৩, ২৬ জুন ২০২২

আপডেট: ১৫:৩৬, ২৬ জুন ২০২২

ফন্ট সাইজ
পদ্মাসেতু দেখানোর কথা বলে রিসোর্টে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ

প্রতীকী ছবি

পদ্মাসেতু উদ্বোধনের আগের দিন সেতু দেখানোর কথা বলে ডেকে নিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই কিশোরী সপ্তম শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে ঢাকার ধামরাই উপজেলায়।

অভিযুক্ত প্রেমিক আলামিন হোসেন উপজেলার চরচৌহাট এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। 

ভুক্তভোগী ও পারিবারিক সূত্র জানায়, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আলামিনের। এই সুবাদে আলামিন প্রেমিকাকে পদ্মা সেতু দেখানোর কথা বলে উদ্বোধনের আগের দিন একটি রিসোর্টে নিয়ে যায়। এরপর ওই স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে সে। 

কযেক ঘণ্টা ধরে ওই রিসোর্টে অবস্থান করে তারা। বিষয়টি গোপন রাখার জন্য চাপ দেয়া হয় কিশোরীকে। এমনকি প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ভুক্তভোগী ওই কিশোরী।

স্কুলছাত্রী দাবি করে, স্কুলে আসা-যাওয়ার সূত্র ধরে আলামিনের সাথে পরিচয় ও প্রেম। সে আমাকে পদ্মা সেতু দেখানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে সারাদিন ঘুরাঘুরি করে পরে শহর অঞ্চলের একটি রিসোর্টে নিয়ে যায়। সেই শহর ও রিসোর্ট আমি চিনি না। সেখানে একটি রুমের ভেতরে নিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে।

এ ঘটনা কাউকে না বলার জন্য আমার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। আমি বিকেলে বাড়ি ফিরেই আমার দাদাসহ পরিবারের লোকজনকে বিষয়টি অবহিত করি। আমি এর উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে ওই স্কুলছাত্রীর বাবা দাবি বলেন, আলামিন আমার মেয়েটির সর্বনাশ করেছে। আমরা তার কঠোর বিচার ও দৃষ্টান্তমূলক শান্তি চাই।

এ ব্যাপারে সাবেক ইউপি মেম্বার মো. জাকির হোসেন বলেন, যে ঘটনায় ঘটুক না কেন মেয়েটি বাচ্চা মানুষ। তাই ওর ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। তাই স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করার চেষ্টা চলছে।

এ বিষয়ে চৌহাট ইউনিয়নের পুলিশ বিট অফিসার কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মনিরুজ্জামান বলেন, ধর্ষণের বিষয়ে কেউ এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ করেননি। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2