• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চোরাবালিতে পড়ে প্রাণ হারালো ২ কিশোর

প্রকাশিত: ১২:১০, ১ জুলাই ২০২২

ফন্ট সাইজ
চোরাবালিতে পড়ে প্রাণ হারালো ২ কিশোর

বন্যার পানির সঙ্গে আসা পলিতে নদীর নিচে তৈরি হয়েছে চোরাবালি। হবিগঞ্জের খোয়াই নদীতে তৈরি হওয়া এ চোরাবালিতে আটকা পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় শহরের গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই ছাত্র হলেন, সদর উপজেলার যশেরআব্দা গ্রামের সেলিম মিয়ার ছেলে সাগর মিয়া (১৯) ও একই গ্রামের খেলু মিয়ার ছেলে নাহিদ মিয়া (১৪)। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় চরে ফুটবল খেলে সাগর ও নাহিদ গোসলের জন্য নদীতে ঝাপ দেয়। এ সময় নদীর নিচে জমা নরম চোরা বালিতে আটকা পড়ে প্রাণ হারায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান তাদের মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা এই তথ্য নিশ্চিত করেছেন।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2