এক্সপ্রেস হাইওয়েতে টোল আদায়ের প্রথম দিনে তীব্র যানজট
ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেস হাইওয়েতে (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে) টোল আদায়ের প্রথম দিন আজ শুক্রবার (১ জুলাই)। সকালে ফরিদপুরের ভাঙ্গার এক্সপ্রেস হাইওয়ের বগাইল টোল প্লাজায় শত শত যানবাহনের চাপে দীর্ঘ পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
বগাইল টোল প্লাজার ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, ‘টোল প্লাজায় টোল আদায়ের জন্য ১০টি বুথ রয়েছে। প্রথম দিনে শুরুতে ৪টি বুথ দিয়ে টোল আদায় শুরু করি। কিন্তু শুক্রবার হওয়ায় ঢাকা থেকে হাজারো ব্যক্তিগত গাড়ি পদ্মা সেতু হয়ে ভাঙ্গা গোল চত্বর দেখার জন্য আসে। এতেই যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে আরও ৪টি বুথ চালু করা হয়। শুক্রবার দুপুর পর্যন্ত আর কোনো যানজট নেই। শনিবারের (২ জুলাই) মধ্যে আরও ২টি বুথ চালু হলে মোট ১০টি বুথে টোল আদায় শুরু হবে। তখন যানজট থাকবে না আশা করি।
তীব্র এ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শৃঙ্খলা ফেরাতে কাজ করে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হামিদ উদ্দিন আহমেদ জানান, ‘সকাল থেকেই টোল এলাকায় রয়েছি। যানজট কমাতে চেষ্টা করেছি।’
বিভি/এনএ
মন্তব্য করুন: