• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মসজিদে ঢুকে মুয়াজ্জিন-মুসল্লীকে পেটালো আ.লীগ নেত্রীর স্বামী-ছেলে

প্রকাশিত: ১৮:৫৪, ৩ জুলাই ২০২২

ফন্ট সাইজ
মসজিদে ঢুকে মুয়াজ্জিন-মুসল্লীকে পেটালো আ.লীগ নেত্রীর স্বামী-ছেলে

প্রতীকী ছবি

জামে মসজিদের ভেতরে ঢুকে মুয়াজ্জিন ও তার ভাইকে মারধর করেছেন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতির স্বামী ও ছেলে। নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা বেগমের ছেলে ও স্বামীকে আটক করেছে থানা পুলিশ।

রবিবার (৩ জুলাই) ভিন্ন স্থান থেকে তাদের আটক করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। আটককৃতরা হলেন- আওয়ামী লীগ নেত্রীর স্বামী আব্বাস আলী ও ছেলে হাবিব আরমান।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে সামান্য ঘটনায় চৌগ্রাম কেন্দ্রীয় মসজিদের ভেতরে নামাজের সময় মুয়াজ্জিন নিজাম উদ্দিনকে (৭৫) মারধর করেন ওই আওয়ামী লীগ নেত্রীর ছেলে হাবিব আরমান। এ সময় তাকে রক্ষায় এগিয়ে গেলে বড়ভাই আকবর আলীকেও বেধড়ক পিটুনি দেয়।

পুলিশ জানায়, মুসল্লিরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে মুয়াজ্জিন নিজাম উদ্দিনকে উপজেলা হাসপাতালে ও তার বড়ভাই আকবর আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা জানান, মসজিদের ভেতরে ঢুকে মুয়াজ্জিন ও মুসল্লিকে মারধর একটা অমানবিক ঘটনা। বিষয়টি নিয়ে মুসল্লিদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এধরনের ঘটনা যারা ঘটিয়েছে তারা শাস্তি হওয়া দরকার।

সিংড়া থানার ওসি নুর এ আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় তিনজনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2