• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গোপালগঞ্জে কৃষক হত্যার দায়ে ১ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৭, ৫ জুলাই ২০২২

ফন্ট সাইজ
গোপালগঞ্জে কৃষক হত্যার দায়ে ১ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে কৃষক হত্যা মামলায় আব্দুল হান্নান শেখকে (৭২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ মামলার সাজাপ্রাপ্ত আসামির স্ত্রী মহুরোন নেছাকে বেকসুর খালাস দেয়া হয়েছে। 

মঙ্গলবার (৫ জুন) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ আদেশ দেন। 

মামলার বিবরণে জানা গেছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রামের কৃষক নুরুল ইসলাম খানের সঙ্গে কৃষক আব্দুল হান্নান শেখের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিগত ২০১১ সালের ১৯ ডিসেম্বর রাতে জমি দেখে বাড়ি ফিরছিলেন কৃষক নুরুল ইসলাম খান। পথিমধ্যে বন্যা বাড়ি গ্রামে পৌঁছালে আব্দুল হান্নান শেখ ও তার লোকজন কৃষক নুরুল ইসলাম খানের ওপর হামলা চালায়। তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে আব্দুল হান্নান শেখ ও তার লোকজন পালিয়ে যায়। পরে কৃষক নুরুল ইসলাম খানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় মামলা নেয়নি। 

২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী আফরোজা নাহার রানু বাদী হয়ে ৬ জনকে আসামি করে গোপালগঞ্জের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের বিচারক বিষয়টি তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়। দীর্ঘ তদন্ত শেষে ডিবি পুলিশের এসআই মোয়াজ্জেম হোসেন দু’জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দখিল করেন। 

দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আব্দুল হান্নান শেখকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি মো. শহিদুজ্জামান খান এবং আসামিপক্ষের আইনজীবী হিসাবে ছিলেন আমিনুর হোসেন বিশ্বাস লাবলু।

বিভি/এমএস/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2