বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর রাত থেকে শুরু হওয়া এ যানজটের কারণে ভোগান্তিতে পড়েন ঈদে ঘরে ফেরা মানুষেরা। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি ছিল চরমে।
মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছে, মহাসড়কে ফিটনেসবিহীন কিছু যানবাহন বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়। রাবনা বাইপাস পর্যন্ত সৃষ্ট এ যানজট নিরসনে পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, ‘রাতে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় হতে এলেঙ্গা পর্যন্ত তিন নাম্বার ব্রিজের কাছে গাড়ি বিকল হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত যানবাহন ধীরগতি চলাচল করলেও বর্তমানে স্বাভাবিক গতিতে চলছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ফিটনেসবিহীন বিকল হওয়া গাড়িগুলো রেকার দিয়ে সরাতে সময় লেগেছে। এ ছাড়াও অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। যে কারণে এ যানজট হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। যানজট যাতে আর না হয় সেজন্য পুলিশ কাজ করছে।
আরও পড়ুন:
বিভি/এনএ
মন্তব্য করুন: