বিশ্রাম নিতে প্রেমিককে নিয়ে রিসোর্টে গেলো তরুণী, পরক্ষণেই দুঃসংবাদ

কক্সবাজারের কলাতলীর নির্জন এক রিসোর্ট থেকে তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাকডাকা ভোরে হোটেলে তরুণ প্রেমিককে নিয়ে ওই রিসোর্টে গিয়েছিলেন ওই তরুণী। কিছু সময় পরই মেলে মরদেহ। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে হোটেল-মোটেল জোনের নির্জন রিসোর্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মেকআপ করে তরুণী সেজে তৃতীয় বিয়ে করলেন ৫৪ বছরের নারী
রিসোর্টের ম্যানেজার আলীম জানান, খুব ভোরে আমাদের এখানে রুম চাইতে আসেন দুই তরুণ-তরুণী। বেশ বিমর্ষ হওয়ায় পরিচয় নিশ্চিত না করে রিসোর্টের বিশ্রামের জন্য সুযোগ করে দেন তিনি। পরে সকালে রুম ভাড়া নিতে গিয়ে দেখেন রুম থেকে কোন সাড়া শব্দ পাচ্ছেন না।
আরও পড়ুন: জীবনে সুখ পেতে চাইলে বিয়ে করুন মোটা মেয়েকে
সন্দেহ হলে তালা ভেঙে রুমে ঢুকে রিসোর্টের কর্মচারীরা দেখেন ওই তরুণী পড়ে আছে। পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিশ্চিত হয় যে ওই তরুণী আর বেঁচে নেই।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার নিজামুজ্জামান জানান, তরুণীর সঙ্গে আসা তরুণ পালিয়ে গেছে। হোটেলের রেজিস্ট্রিতে তরুণ-তরুণীর পরিচয় লিপিবদ্ধ না করায় এখনও মরদেহের আসল পরিচয় জানা সম্ভব হয়নি।
তবে খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: ঈদের আগে কলকাতায় ঝড় তুলছেন হিরো আলম
বিভি/এজেড
মন্তব্য করুন: