ঈদে ঘরমুখো মানুষের ঢল, উপচে পড়া ভিড় সব বাহনে (ছবি)!

রেলগাড়ির ছাদে ওঠার জন্য টাওয়ারে ঝুলে থাকা!
বাঙালি মুসলমানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুটির একটি ঈদুল আজহা। ঈদে শত প্রতিকূলতা থাকলেও ঘরে ফেরা মানুষ কম হয় হয় না। তাদের ভিড়ে সড়ক, রেল, নৌ পথে যানবাহন থাকে কানায় কানায় পূর্ণ। বাসের ছাদে মানুষ, ট্রেনের ছাদে মানুষ, রাস্তায় শুরু হয় যানজট! পথে পদে পদে দেখা দেয় ভোগান্তি!
ঈদযাত্রায় যানবাহনে মানুষের ভিড় নিয়ে ওয়েব থেকে সংগ্রহ করা কয়েকটি ছবি এখানে তুলে ধরা হলো:
বিভি/এনএ
মন্তব্য করুন: