দুপুরের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

শুক্রবার (৮ জুলাই) দুপুরের পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩০ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গমুখী গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ যানজট তৈরি হয়। এর ফলে নানা ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
যানজটের এলাকা টাঙ্গাইলের নগরজলফৈ বাইপাস পর্যন্ত কালিহাতী অংশের প্রায় ৩০ কিলোমিটার।
বিকালে দেখা যায়, এ রাস্তায় বড় গাড়ি, ট্রাক, পিকআপ, মোটরসাইকেলের ভিড়। গাড়ি ছাদে ঘরমুখী মানুষ। গাড়িগুলো ধীর গতিতে থেমে থেমে চলছে।
মানুষের চেহারায় দুশ্চিন্তা, ক্লান্তি, ক্ষধা এবং শারীরিক কষ্টের ছাপ। বাড়ি পৌঁছাতে কতক্ষণ লাগবে এই অনিশ্চয়তায় তারা। কয়েকজন অভিযোগ করেন রাস্তায় যেসব খাবার এবং পানীয় পাওয়া যাচ্ছে সেগুলোর দাম কয়েকগুণ বেশি রাখা হচ্ছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, ‘দুপুরের পর থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়ার কারণে যানজট সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে মোড়ে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ ট্রাফিক যানজট নিয়ন্ত্রণে কাজ করছে।’ এছাড়া নজরদারিও বাড়ানো হয়েছে।
বিভি/এনএ
মন্তব্য করুন: