• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেলের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১৮:৩৭, ৮ জুলাই ২০২২

আপডেট: ১৮:৪৪, ৮ জুলাই ২০২২

ফন্ট সাইজ
কুষ্টিয়ায় সাংবাদিক রুবেলের দাফন সম্পন্ন

কুষ্টিয়ায় নিখোঁজের ৫ দিন পর গড়াই নদী থেকে উদ্ধার হওয়া সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১১টায় নিহতের মরদেহ কুষ্টিয়া পৌর গোরস্থানে জানাযা শেষে দাফন করা হয়। জানাযা এবং দাফনে সাংবাদিক সহকর্মী, জনপ্রতিনিধি, স্বজনসহ অসংখ্য মানুষ অংশ নেন।

দাফন শেষে পৌর গোরস্থানের সামনে থেকে জেলার সকল সাংবাদিকরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদসহ অযোগ্য অভিযোগ তুলে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের অপসারণ এবং হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর গেটে টায়ার জ্বালিয়ে, কুষ্টিয়া-ঝিনাইদহ, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে লেভেল ক্রসিং ফেলে ঘণ্টাধিককাল অবরোধ বিক্ষোভ সমাবেশ করেন। এতে জেলার সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা অংশ নেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে আসামিদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় আন্দোলনকারী সাংবাদিক নেতৃবৃন্দ।

গত ৩ জুলাই (রবিবার) রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম ভিশন বিডি ডটকমের সম্পাদক হাসিবুর রহমান রুবেল। নিখোঁজের ৫ দিন পর বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে কুমারখালীর গড়াই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজের দিন নিহত রুবেলের পরিবার কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করলেও পুলিশ নীবর ভুমিকা পালন করায় সাংবাদিক রুবেলকে হত্যা করে খুনিরা পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। রুবেলকে উদ্ধারের দাবিতে গত তিনদিন ধরে কুষ্টিয়া শহরে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। সর্বশেষ শুক্রবার পুলিশকে আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ৭ দফাওয়ারী ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
 

বিভি/এইচএ/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2