• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ১২:৫৬, ৯ জুলাই ২০২২

আপডেট: ১৩:১৪, ৯ জুলাই ২০২২

ফন্ট সাইজ
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিহত মো. সোহেল প্রধান। ছবি: বাংলাভিশন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার বেকিনগর এলাকায় বাস চাপায় এক সাংবাদিক ও দুই সহোদরসহ তিন জন নিহত হয়েছেন। শনিবার (৯ জুলাই) আনুমানিক সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন জন উপজেলার একই গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন, উপজেলার বেকিনগর গ্রামের মো. শাহজালাল মিয়ার ছেলে মো. শরীফ (২৩), মো. তাপসির (১৮) এবং একই গ্রামের হকসাব মিয়ার ছেলে কুমিল্লার দৈনিক সমাজ কন্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. সোহেল প্রধান (২৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির বেকিনগর এলাকায় ঢাকাগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটিতে তিন জন ছিলেন। বাসের ধাক্কায় রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাদের দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্ত্যবরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জানান, মোটর সাইকেল আরোহীদের চাপা দিয়ে বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2