বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জুলাই) সকাল সাড়ে সাতটায় এই মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় দ্বিতীয় এবং সাড়ে ৮টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব ঐতিহ্য এই মসজিদে ঈদ-উল-আযহার প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাট গম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করেন বাগেরহাট শহরের সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।
ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাট গম্বুজ মসজিদে ঈদের জামায়াতের মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখক সদস্য নিয়োজিত ছিল। মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেছেন।
বিভি/এনএ
মন্তব্য করুন: