চট্টগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। নগরীর বাকলিয়ায় কল্পলোক আবাসিক এলাকায় ৫ নম্বর ব্রিজের নিচে খেলতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১টায় এই ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হলো-বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকার লিজার কলোনির মো. মনির হোসেনের পুত্র মো. শামিম (১০) ও একই কলোনির মো. আয়ুব আলীর পুত্র রবিউল ইসলাম (৭)।
পাঁচলাইশ থানার পরিদর্শক সাদেকুর রহমান জানান, শিশু দুটি খেলা করার সময় দুর্ঘটনাবশত খালের পানিতে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে বেলা দেড়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিভি/এনএ
মন্তব্য করুন: