• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টাঙ্গাইলে বাসের ধাক্কায় দুইজন নিহত

প্রকাশিত: ১৯:৪৮, ১২ জুলাই ২০২২

ফন্ট সাইজ
টাঙ্গাইলে বাসের ধাক্কায় দুইজন নিহত

টাঙ্গাইলে বাস-অটোরিক্সার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা দুজন সম্পর্কে খালা-ভাগনি। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খালা মৌসুমি বেগম নাটোরের নলডাঙ্গা থানার কাঠুয়াজারি গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। ভাগনি রিয়া মনি জামালপুর জেলার টেংকিমারি গ্রামের রেজাউলের মেয়ে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই নবিন জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাস এলেঙ্গা থেকে ছেড়ে আসা সিএনজি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খালা মোসুমী ও তার ভাগ্নি রিয়া মনি নিহত হন। 

এ ঘটনায় আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2