চান্দিনায় কনস্টেবলের মেয়েকে মুখোশধারীদের ছুরিকাঘাত

পুলিশের এক কনস্টেবলের কলেজপড়ুয়া মেয়েকে ছুরিকাঘাত করেছেন কয়েকজন মুখোশধারী। মঙ্গলবার (১২ জুলাই) বেলা সোয়া দুইটার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার আহত ওই কলেজছাত্রীর নাম সানিলা আক্তার (১৭)। সে চান্দিনা মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তার বাবা মো. ইউসুফ চান্দিনা থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।
সানিলা আক্তারের ভাই সৌরভ বলেন, ‘বেলা সোয়া দুইটার দিকে বাসা থেকে বের হয়ে থানার সামনে কম্পিউটার প্রশিক্ষণ ক্লাসে যাচ্ছিল সানিলা। এ সময় মুখোশধারী দুই যুবক তার মুখ চেপে ধরে তাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করেন। সানিলা চিৎকার দিলে তার দুই হাতে ছুরিকাঘাত করেন ওই দুই যুবক। আহত সানিলার দুই হাতে ১৪টি সেলাই দেওয়া হয়েছে।’
সানিলা আক্তার বলে, ‘আমার মুখ চেপে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন মুখোশধারীরা। এ সময় পাশের একটি বাসার দরজা খোলার আওয়াজ পেয়ে দ্রুত পালিয়ে যান মুখোশধারীরা। পরে আমি আমার বাসায় কল করলে পরিবারের লোকেরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান এ ঘটনার ব্যাপারে বলেন, ‘ঘটনাটি শুনে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে যাই। আহত মেয়েটির সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় আমাদের একাধিক টিম কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
বিভি/এনএ
মন্তব্য করুন: