• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মোংলায় বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে ৭ দস্যু আটক

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ১৪ জুলাই ২০২২

ফন্ট সাইজ
মোংলায় বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে ৭ দস্যু আটক

মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। আটক ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা হয়েছে দেশীয় ধারালো অস্ত্র চাপাতি, দা, কুড়াল, ব্লেড ও করাত। এছাড়া তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদক, জব্দকৃত ট্রলার এবং ধারালো অস্ত্রসহ আটক দস্যুদের মোংলা থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় কোস্ট গার্ড। আটক ব্যক্তিরা হলো, মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের হারুন (৪৫) ও চিলা ইউনিয়নের কানাইনগর গ্রামের শাওন (১২), ইমামুল ব্যাপারী (২৩), আনসার খাঁ (৪০), শামসু ব্যাপারী (৩০), মোবারক খাঁ (৩০) ও মুন্না তালুকদার (২২)। 

মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন জানান, বঙ্গোপসাগরে মোংলা বন্দরের বোর পয়েন্ট এলাকায় অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এম,ভি ব্লু মার্লিনে গত ১২ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একদল দস্যু। ওই সময় জাহাজ থেকে ভিএইচএফের মাধ্যমে ঘটনাটি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়।

খবর পেয়ে তাৎক্ষণিক কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন কোকিলমনি স্টেশন ও দুবলা আউটপোস্টের দুইটি দল বিদেশি জাহাজটির উদ্দেশ্য রওনা হয়ে যায়। সেখানে পৌঁছে কোস্ট গার্ড সদস্যরা দস্যুদের ট্রলারটি ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে বিদেশি জাহাজের সিসিটিভি ফুটেজ দেখে কোস্ট গার্ডের জাহাজ তামজিদের নেতৃত্বে তিনটি অপারেশন দল অভিযান চালিয়ে বঙ্গোপসাগরের বোর পয়েন্ট সংলগ্ন সুন্দরবনের কৈখালী এলাকা থেকে ওই ট্রলারটিসহ ৭ ডাকাতকে আটক করা হয়।

আটক ডাকাতদের বৃহস্পতিবার ভোরে ট্রলারসহ মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে নেওয়া হয়। সেখান থেকে তাদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2