মাঝরাতে কবরে কান্নার আওয়াজ, জড়ো হলো গ্রামবাসী

ফাইল ছবি
রাতে কেউ ঘুমিয়ে পড়েছেন, কেউবা ঘুমের প্রস্তুতি নিচ্ছেন। সেই মুহূর্তে হঠাৎ গ্রামের কবরস্থান থেকে আসছিলো কান্নার আওয়াজ। শুরুতে অনেকে বিড়াল বা অন্য কোনো প্রাণী ভেবে গুরুত্ব দেননি। কিন্তু রাত বাড়ার সাথে সাথে বাড়ছিল কান্নার আওয়াজও। সেই আওয়াজের সন্ধানে গিয়ে চক্ষু চড়কগাছ ।
গ্রামবাসীর কয়েকজন দেখলেন কবরস্থানে গিয়ে দেখেন সেখানে কাঁদছে ফুটফুটে নবজাতক। ঘটনাটি সুনামগঞ্জের। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে সুনামগঞ্জ শহরতলির ইব্রাহিমপুর গ্রামে কবরস্থান থেকে নবজাতটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ কবরস্থান থেকে শিশুর কান্না ভেসে আসছিল। কৌতূহলবশত কবরস্থানে যান আশপাশের লোকজন। পরে একটি নবজাতককে দেখে তাকে উদ্ধারের পর পুলিশে খবর দেন তারা। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ রাতে কান্না শুনে গ্রামের লোকজন জড়ো হলেন। পরে উদ্ধার করা শিশুটিকে গোসল করানোর পর নেয়া হয় হাসপাতালে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের মা ও শিশু ওয়ার্ডে দায়িত্ব পালনকারী স্মৃতি আক্তার জানিয়েছেন, শিশুটি সুস্থ আছে। ফেলে যাওয়া শিশুর দায়িত্ব নিতে আগ্রহ জানিয়েছেন অনেকে।
স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, এ নবজাতক প্রয়োজনে আমার এবং স্ত্রীর পরিচয়ে বড় হবে। যা যা প্রয়োজন সবই করবো।
সদর থানার এএসআই সোহেল আহমদ জানান, নবজাতককে বাঁচাতে হাসপাতালে নেয়াসহ প্রয়োজনীয় সবকিছুতে সহায়তা করা হচ্ছে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। নবজাতকের চিকিৎসা চলছে। সুস্থ হলে শিশুটি কোথায় থাকবে ঊর্ধ্বতনরাই সিদ্ধান্ত নেবেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: