ডিবির জালে ‘মাদক সম্রাজ্ঞী’ হামেদা বেগম আটক

ডিবির হাতে আটক হামেদা ও জসিম উদ্দীন
মাদকের ব্যবসায় এতোটাই খ্যাতি অর্জন করেছেন যে, তাকে ডাকা হয় ‘মাদক সম্রাজ্ঞী’ বলে। তবে চোরের দশ দিন আর গেরস্তের একদিন যে কথা প্রচলিত আছে তা সত্যি হলো। কেননা সহযোগী ও ৫০ লাখ টাকার মাদকসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মানিকগঞ্জের মাদকের রাণী হামেদা বেগম।
রবিবার (২৪ জুলাই) রাতে সিংগাইর উপজেলার আলীনগর থেকে তাদের গ্রেপ্তার ও ৫০৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। সোমবাবার (২৫ জুলাই) সকালে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত স্ত্রী হামেদা বেগম (২৯) সিংগাইরের গারাদিয়া গ্রামে মোন্নাফ হোসেনের স্ত্রী। অপরজন সদর উপজেলার মিতরা গ্রামের আব্দুল খালেকের ছেলে জসিম উদ্দিন (৩২)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে হামেদা বেগম (২৯) মাদক ব্যবসা করছিলেন। মাদকসহ একাধিকবার তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে আবার ছাড়াও পেয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১২টার দিকে হামেদা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি থেকে ৫০৫ গ্রাম হেরোইন, যার মূল্য পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার ও মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
সিংগাইর থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: