প্রেমের টানে বরিশালে এলেন ভারতের প্রেমকান্ত, প্রেমিকার বয়ফ্রেন্ড পেটালেন তাকে

ছবি: প্রেমকান্ত
প্রেমের টানে ভারতের তামিলনাড়ু থেকে বরিশালে এসেছিলেন প্রেমকান্ত নামে এক যুবক। কথামতো প্রেমিকার সঙ্গে দেখাও হয়েছে তার। কিন্ত বিধিবাম, প্রেমিকার বয়ফ্রেন্ডের হাতে মার খেয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয়েছে তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমকান্ত নামে এক যুবকের নাচ দেখে প্রেমে পড়েন বাংলাদেশের বরগুনার তালতলি উপজেলার এক মেয়ে। এক সময় দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। সবশেষ দু-পরিবারের সম্মতিতে দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। প্রেমকান্ত বলেন, ‘ভালোবাসার মানুষটিকে সরাসরি একনজর দেখবো বলে সিদ্ধান্ত নেই বাংলাদেশে আসার।’
প্রেমকান্ত বলেন, শুনেছি বরিশালের একটি কলেজে মেয়েটি পড়াশুনা করে। সেখানে তার সঙ্গে দেখাও হয়। তারপর ঘটনা অন্যদিকে মোড় নেয়।’
প্রেমকান্তের বক্ত্য অনুযায়ী, গত ২৪ জুলাই বরিশালের একটি রেস্টুরেন্টে দুজনের দেখা হয়। তারপর তিনি জানতে পারেন চয়ন হালদার নামের মেয়েটির আরও একটি বয়ফ্রেন্ড আছে। পরে, মেয়ে ও তার পরিবার তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। প্রেমকান্ত বলেন, ‘ঘটনাক্রমে মেয়েটির প্রেমিক আমাকে মারধর করে আমার কাছ থেকে টাকা কেড়ে নেয়।’
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, ‘প্রেমকান্ত বৈধভাবেই বাংলাদেশে এসেছেন। আমরা নিরাপত্তার স্বার্থে তাকে থানায় ডেকে নিয়ে কথা বলি। প্রেমকান্ত যে মেয়ের কথা বলছেন সে মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক। আমরা ভারতীয় হাইকমিশনের সঙ্গে কথা বলে তাকে গাড়িতে তুলে দেই।’
ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা ওই ছেলেকে বাংলাদেশের আইন সম্পর্কে অবহিত করে বোঝান। এরপর তাকে ভারতে চলে যাওয়ার জন্য বলেন। পরে প্রেমকান্তের আগ্রহে তাকে গাড়িতে তুলে দেওয়া হয় তাকে।
বিভি/এসআই
মন্তব্য করুন: