প্রবাসীর কন্যার রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্ত্রীর দিকে

প্রবাসীর একমাত্র মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। এই মৃত্যু ঘিরে অভিযোগের আঙুল উঠেছে প্রবাসীর স্ত্রীর দিকে। কেননা মেয়ের বয়স মাত্র চার মাস। রাতে মায়ের কাছেই ঘুমিয়েছিলো। শনিবার (৬ আগস্ট) ভোররাতে চাঁদপুরের হাজীগঞ্জে সদর ইউনিয়নের বাড্ডা মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রবাসীর শাহরিন (৪ মাস) প্রবাসী ফারুক হোসেন মিয়াজির একমাত্র মেয়ে।
শনিবার খবর পেয়ে সকালে নিহত শিশু শাহরিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয়রা জানান, মায়ের হাতে মেয়ে খুন- এমন খবর শনিবার সকালে এলাকায় ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে হাজীগঞ্জ থানার এসআই মো. নাজিম উদ্দীন বাড়িতে যায়। এ সময় তিনি নিহত শিশুর মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শিশুর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে থানা হেফাজতে নিয়ে আসে।
নিহত শিশুটির মা জানান, অন্যদিনের মতো মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলাম। রাতে কয়েকবার দুধ পান খায়। কিন্তু রাত তিনটার পর শিশুটির কোনো সাড়া-শব্দ না পেয়ে সবাইকে খবর দেই। এরপর শিশুটি মারা গেছে বলে সবাই বুঝতে পারে।
শিশু শাহরিনের মৃত্যুর বিষয়টি নিয়ে তার প্রবাসী বাবা ও পরিবারের সদস্যরা রহস্যজনক বলে মনে করেন।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: