• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশীয় অস্ত্র হাতে বিএনপিকে ছাত্রলীগের ধাওয়া

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৯, ১৩ আগস্ট ২০২২

আপডেট: ১৫:২৭, ১৩ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
দেশীয় অস্ত্র হাতে বিএনপিকে ছাত্রলীগের ধাওয়া

মেহেরপুরের গাংনী উপজেলায় দেশীয় অস্ত্র হাতে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে ছাত্রলীগের কর্মীরা। এসময় পুলিশকে অনেকটা নিলিপ্ত অবস্থা দেখা গেছে।

শনিবার (১২ আগস্ট) সকালে বিএনপি কর্মীরা গাংনী রেজাউল চত্বরে জড়ো হলে ছাত্রলীগ কর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় বিএনপি কর্মীরাও ছাত্রলীগ কর্মীদের ধাওয়া করে। উভয় দলের কর্মীদের হাতে দেশীয় অস্ত্র লাঠিসোটা দেখা গেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। 

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পুলিশের উপস্থিতির পরও ছাত্রলীগ কর্মীরা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর চালায়।

পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে ছাত্রলীগ কর্মীরা ফিরে যায়। 

এদিকে রেজাউল চত্বরে গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি সাহিদুজ্জামান খোকন এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিয়ে এই ঘটনার জন্য বিএনপি উস্কানিমূলক বক্তব্যকে দায়ী করেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: