রাজাপুরে এসির নির্গত গ্যাসের বিষক্রিয়ায় স্বামী-স্ত্রী নিহত, আহত ৩

ঝালকাঠির রাজাপুরে এসি থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় মো. ফোরকান হাওলাদার (৫৫) ও তার স্ত্রী মাহিনুর বেগম (৪৫) মারা গেছে। এ ঘটনায় নিহত ফোরকানের ছেলে মাঈনুল, ভাইয়ের বউ মাহফুজা আক্তার ও ভাইজি সারা মনি আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে স্থানীয়রা।
উপজেলার দক্ষিণ তারাবুনিয়ার চান্দের বাড়ি গ্রামে আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফোরকান রাজাপুরের আমতলা বাজারের মুদি ব্যবসায়ী ছিলেন।
রাজাপুর থানা পুলিশ জানান, বেলা সারে ১১ টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এরই মধ্যে এলাকার লোকজন আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এসি থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে তারা ধারনা করছেন।
রাজাপুরের হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আমির সোহেল জানান, আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারিরীক অবস্থা এখন অনেকটাই ভালো।
বিভি/রিসি
মন্তব্য করুন: