• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘টু পাশ’ বেলাল একাধারে র‌্যাব, এসপি ও বিজিবি

প্রকাশিত: ২১:২৪, ১ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২১:৩৮, ১ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
‘টু পাশ’ বেলাল একাধারে র‌্যাব, এসপি ও বিজিবি

ক্লাস টু পর্যন্ত লেখাপড়া করা বেলাল হোসেন (৩১) নিজেকে পরিচয় দেন এএসআই, এএসপি, এসপি, র‌্যাব, পিবিআই, বিজিবি, সিআইডির বড় অফিসার হিসেবে। আর এসব বলে বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। অবশেষে ধরা পড়েছেন র‌্যাবের হাতে।

বুধবার (৩১ আগস্ট) রাত ১টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকা থেকে এক সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার বেলাল ফটিকছড়ি উপজেলার বক্তপুর গ্রামের প্রয়াত আব্দুল মালেকের ছেলে ও তার সহযোগী ভুজপুর থানার পশ্চিম সুয়াবিল গ্রামের প্রয়াত এজাহার মিয়ার ছেলে মো. ওসমান (৫৩)।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের হলে বিষধর সাপ

গত একমাসে এক ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নিয়েছেন অর্ধ লাখ টাকা। এই প্রতারকের খপ্পড়ে পড়ে টাকা হারানো কয়েকজনের অভিযোগের ভিত্তিতে অবশেষে তাকে গ্রেফতার করে র‌্যাব।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ এসব তথ্য জানান।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বিয়ে করা ইতালি যুবকের আছে ১০ বছরের সন্তান

তিনি জানান, সম্প্রতি হাটাহাজারী উপজেলায় ইভটিজিংকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতিকারী এক তরুণীর বাবাকে মারধর করে। পরবর্তী সময় তারা স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেন। ওই ঘটনায় মামলা হয়। মামলার বাদী তরুণীর বাবাকে ফোনে হাটহাজারী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে ১০ হাজার টাকা আদায় করেন। পর পর দুই দিন ওসি এবং সার্কেল এএসপি পরিচয় দিয়ে ৫৩ হাজারের বেশি টাকা আদায় করেন। এরপর নিজেকে র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে ওই তরুণীর বাবার কাছ থেকে আবারও টাকা দাবি করায় তার সন্দেহ হয়। বিষয়টি তিনি র‌্যাবকে জানান। পরে বেলালের অবস্থান শনাক্ত করে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

আরও জানা যায়, দ্বিতীয় শ্রেণী পাশ করা বেলাল পোলট্রি ফার্মের ব্যবসা করে লোকসানের মুখে পড়ার পর প্রতারণাকে পেশা হিসেবে বেছে নেন তিনি। নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নিতেন।  প্রতারণা তার নেশায় পরিণত হয়। 

নির্বাচনে সহযোগিতার কথা বলে ভুজপুর থানার এসআই পরিচয় দিয়ে সাতজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য প্রার্থীর কাছ থেকেও হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা। ধূর্ত এই প্রতারক কখনো সরাসরি টাকা নিতেন না। বিকাশের মাধ্যমে তার সহযোগীকে ব্যবহার করে টাকা আদায় করতেন।

আরও পড়ুন: শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে বিশাল টাইফুন ‘হিন্নামনর’

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2