• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভালোবাসার টানে বাংলাদেশে আসা কিশোরী ৯ মাস পর ফিরলো ভারতে

প্রকাশিত: ২১:২৭, ৪ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
ভালোবাসার টানে বাংলাদেশে আসা কিশোরী ৯ মাস পর ফিরলো ভারতে

বাংলাদেশের এক তরুণের প্রেমে পড়েছিল ভারতীয় কিশোরী। পরে তাকে কাছে পেতে ভারত থেকে অবৈধপথে ঢুকেছিল বাংলাদেশে। কিন্তু অবৈধ অনুপ্রবেশের দায়েপুলিশের হাতে আটক হয়েছিল সাথি সরকার (১৭) নামে ওই ভারতীয় কিশোরী। তবে ৯ মাস পর দেশে ফিরলো সেই কিশোরী।

সাথি সরকার ভারতের নদীয়া জেলার রাধাকান্তপুর গ্রামের পরিতোষ সরকারের মেয়ে।

দীর্ঘ ৯ মাস কুষ্টিয়া সামাজিক ও প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে থাকার পর রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা চেকপোস্ট সীমান্তের ৭৬নং মেইন পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরীকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়।

প্রেমের টানে ওই কিশোরী ২০২১ সালে ১৬ নভেম্বর সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করে। আটক করার পর তার বয়স কম হওয়ায়  কুষ্টিয়া সামাজিক ও প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়। ৯ মাস পর দেশে ফেরত পাঠানো হলো। 

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- ভারতীয় হাইকমিশনারের ডেপুটি কনসোলার দেবব্রতি চক্রবর্তী, বিজিবির আইসিপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল, কুষ্টিয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জহির উদ্দিন, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ আবু নাইম, কুষ্টিয়া ডিএসবির আবু তারেক, কাস্টমসের এআরও মোরশেদ আলম, মোফাজ্জেল হোসেন। আর ভারতের পক্ষে বিএসএফের গেদে কোম্পানি কমান্ডার এসএ নগেন্দ্র হালদার, গেদে ইমিগ্রেশন ইনচার্জ সন্দীপ তেওয়ারি, নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার ইনচার্জ বাপিন মুখার্জি, গেদে কাস্টমস সুপার অজয় নারায়ণ রায় ও কাস্টমস ইনস্পেক্টর প্রশান্ত কুমার ঘোষ।

বিভি/এজেড

মন্তব্য করুন: