• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২ স্কুলে পাঠদান বন্ধ রেখে ছাত্রলীগের সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত: ২১:৪৮, ১২ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
২ স্কুলে পাঠদান বন্ধ রেখে ছাত্রলীগের সংবর্ধনা অনুষ্ঠান

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে নবগঠিত জেলা ছাত্রলীগের নের্তৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিবাবক ও শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলায়।

জানা যায়, সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে নবগঠিত জেলা ছাত্রলীগ কমিটিরএ সংবর্ধনার আয়োজন করে সদর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রলীগ। এতে করে একদিনের শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছেন দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

স্কুল কর্তৃপক্ষ বলছে, সংবর্ধনার বিষয়টি আগে থেকে কেউই জানায়নি। তবে অনুমোদন বা কোনো ধরনের অনুমতি ছাড়া স্কুলের পাঠদান বন্ধ রেখে সংবর্ধনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন।

জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ভূইয়াসহ সকল নেতৃবৃন্দের ছাত্রসংবর্ধনার আয়োজন করা হয়। এই আয়োজন সকাল ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় দুপুর পৌনে ২টায়। সংবর্ধনাকে ঘিরে সকাল নয়টা থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিপুল পরিমাণ নেতাকর্মী স্কুল মাঠে সমবেত হন। এতে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন ও মধ্য বাঞ্চানগর এন আহম্মদীয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। সদর থানা ছাত্রলীগের সভাপতি তারেক মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি প্রমুখ।

লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন প্রধান শিক্ষক আলমগীর আলম জানান, অন্য সময় সমাবেশ হলে আমাদেরকে পূর্বে অবগত করা হয়। কিন্তু এবারের সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে আমাদের কেউই কিছু জানায়নি। সকালে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা স্কুলে আসার পর দুই ঘণ্টা পাঠদান করা হয়েছে। এরপর মাইকের আওয়াজে আর পাঠদান করা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীদের ছুটি দেয়া হযয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: