• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জব্দকৃত মোটরসাইকেলে মিললো সাড়ে ৬ কোটি টাকার সোনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৯, ১৫ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
জব্দকৃত মোটরসাইকেলে মিললো সাড়ে ৬ কোটি টাকার সোনা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে ৫৮টি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সোনার দাম ৬ কোটি ৬০ লাখ টাকা প্রায়।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক। 

সংবাদ সম্মেলনে তিনি জানান, দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামে সোনা চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১১ টার দিকে সেখানে অভিযান চালায় বিজিবি। এ সময় নাস্তিপুর গ্রামের কবরস্থান এলাকায় মোটরসাইকেলে এক ব্যক্তিকে যেতে দেখে থামার জন্য সংকেত দেয় বিজির টহল দল। মোটরসাইকেলটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আটক করা হয় চালককে। 

তিনি আরও জানান, জব্দ করা হয় মোটরসাইকেলটি। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে উদ্ধার করা হয় ৫৮টি বিভিন্ন আকারের সোনার বার। যার ওজন ৯ কেজি ৮৬০ গ্রাম। উদ্ধারকৃত সোনার বারের আনুমানিক মূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা। 

তিনি আরও বলেন, এ সময় আটক করা হয় নাস্তিপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে রকিবুল ইসলামকে। আটককৃতকে দর্শনা থানায় সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে একটি মামলাও দায়ের করা হবে। উদ্ধারকৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে। 

বিভি/এজেড

মন্তব্য করুন: