• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে নামাজরত অবস্থায় ছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ০০:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে নামাজরত অবস্থায় ছাত্রীর মৃত্যু

প্রতীকী ছবি

দেশব্যাপী শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো রিদমি নামের এক শিক্ষার্থী। কিন্তু প্রথম দিনের পরীক্ষাটি তার মনের মতো না হওয়ায় বাড়ি ফিরে কান্নাকাটি করে ওই শিক্ষার্থী। এখানেই শেষ নয়, পরীক্ষা খারাপ হওয়ায় সে খাবারও খায়নি।

এরপর মাগরিবের নামাজরত অবস্থায় হঠাৎ দাঁড়ানো থেকে পড়ে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের কমলনগরে গফুর উদ্দিন হাজি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিদমি লক্ষ্মীপুরের কমলনগরে তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিলো। তার পরীক্ষার কেন্দ্র পড়ে হাজিরহাট মিল্লাত একাডেমি।

পরিবার ও স্কুল শিক্ষকরা জানায়, বেলা ১১টা থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়। তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষার হল ছিল হাজিরহাট মিল্লাত একাডেমি। অন্যান্য সহপাঠির সঙ্গে রিদমিও বাংলা প্রথম বিষয়ে পরীক্ষায় বসে। নির্ধারিত সময়ের মধ্যে তার লেখা শেষ হয়নি। এরপর বাড়িতে গিয়ে রিদমি প্রচুর কান্নাকাটি করে।

রিদমির চাচা ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, পরীক্ষার হলে শেষ সময়ে তার লেখা শেষ হয়নি। এতে পরীক্ষা নিয়ে হতাশ হয়ে বাড়ি এসে অনেক কান্নাকাটি করে। দুপুরের খাবারও খায়নি। মাগরিবের নামাজরত অবস্থায় হঠাৎ দাঁড়ানো থেকে পড়ে যায়। পরে স্থানীয় গ্রাম্য চিকিৎসক আনা হয়। চিকিৎসক এসে রিদমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ বিল্লাহ জানান, রিদমি ভালো ছাত্রী ছিল। তার মৃত্যু বেদনাদায়ক। পরীক্ষার হতাশায় দুপুরে খাবারও খায়নি শুনেছি। শারীরিক দুর্বলতা ও পরীক্ষা নিয়ে হতাশার কারণে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: