• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চুয়াডাঙ্গায় বৃদ্ধকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫২, ২ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
চুয়াডাঙ্গায় বৃদ্ধকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সব্বত আলী নামে এক বৃদ্ধকে শ্বাসরোধে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২ অক্টোবর) দুপুরে দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সব্বত আলী রামনগর গ্রামের মৃত বসির উদ্দিনের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে খাবার দিতে গিয়ে সব্বত আলীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন তার পুত্রবধূ। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেসদর হাসপাতাল মর্গে পাঠায়।  

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 


 

বিভি/রিসি

মন্তব্য করুন: