• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রতিবেশীদের দেখে দুই ছেলেকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন মা

প্রকাশিত: ২০:২৫, ৬ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
প্রতিবেশীদের দেখে দুই ছেলেকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন মা

প্রতিবেশীদের ইসলামি আচার-আচরণ দেখে ইসলাম ধর্মে ভালো লাগা শুরু হয় সবিতা রানীর। তিনি ধর্ম ত্যাগ করবেন কী না সিদ্ধান্ত নিতে নিতে একটি ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে। পরে সেটা দেখে আরকে ছেলেকে নিয়ে সবিতা রানীও কালেমা পড়েন।

মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন নিজ ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ীতে। গত মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে একজন মাওলানার কাছে গিয়ে কালেমা পড়ে এবং কোর্টে এফিডেভিটের মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।

নবমুসলিম তিনজন হলেন- নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা মহল্লার মৃত খগেন বিশ্বাসের স্ত্রী সবিতা রানী, তার ছেলে জয় ও বিজয়। বর্তমানে তারা নিজেদের নাম রেখেছেন আছিয়া বেগম, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসাইন। 

আছিয়া বেগম জানান, অনেক আগে থেকেই ইসলাম ধর্ম আমার ভালো লাগতো। প্রতিবেশীদের মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠান দেখে আমারও ইসলাম ধর্ম গ্রহণ করতে মন চাইতো। ছেলে বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করছে শুনে আমি এবং আমার অন্য ছেলে জয়কে নিয়ে রাজি হই ইসলাম ধর্ম গ্রহণ করতে।

তার ছেলেরা জানান, কারো প্ররোচনায় ইসলাম ধর্ম গ্রহণ করিনি। আমি অনেক দিন থেকেই ইসলাম ধর্ম গ্রহণের জন্য নিজে নিজেই খতনা করেছি। মঙ্গলবার আমার মা ও ভাইকে নিয়ে আদালতের মাধ্যমে এবং কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেরাজ উদ্দিন জানান, সবিতা রাণী বিশ্বাস ও তার দুই ছেলে স্বেচ্ছায় আমার কাছে এসে তাদের সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মেহেদী হাসানের মাধ্যমে এফিডেভিট সম্পন্ন হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: