চিংড়ীতে বিষাক্ত জেলি পুশ, তিন ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার আশাশুনিতে চিংড়িতে বিষাক্ত জেলি পুশের দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১২টায় আশাশুনি উপজেলা মৎস্য অফিসার ও র্যাব-৬ এর সমন্বিত একটি দল এই অভিযান পরিচালনা করে। এসময় ১২৫ কেজি চিংড়ী ধ্বংস করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন মো. অহিদুল ইসলাম, কালিপদ সাহা ও মোজাফফর হোসেন।
সাতক্ষীরাস্থ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর গালিব জানান, ‘চিংড়ীতে জেলিসহ নানা ধরনের অপদ্রব্য পুশ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার মহেশ্বরকাটি বাজার এলাকায় অভিযান চালানো হয়। এতে র্যাবের সঙ্গে যোগ দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার। অভিযানে চিংড়ীতে অপদ্রব্য পাওয়া গেলে মো. অহিদুল ইসলামকে ২০ হাজার, কালিপদ সাহাকে ১০ হাজার এবং মোজাফফর হোসেনকে ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১২৫ কেজি পুশকৃত চিংড়ী ধ্বংস করা হয়।’
বিভি/এজেড/এইচএস
মন্তব্য করুন: