• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বঙ্গবন্ধু সেতুর পাড়ে পুলিশের গাড়ি আটকে ফোন ও টাকা ছিনতাই

প্রকাশিত: ২২:০৩, ১২ অক্টোবর ২০২২

আপডেট: ২২:০৮, ১২ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
বঙ্গবন্ধু সেতুর পাড়ে পুলিশের গাড়ি আটকে ফোন ও টাকা ছিনতাই

প্রতীকী ছবি

পুলিশের গাড়ি আটকে টাকা ও ফোন ছিনতাই করে পালিয়েছে একদল ছিনতাইকারী। মঙ্গলবার (১১ অক্টোবর-ক্যালেন্ডারের পাতায় ১২ অক্টোবর) মধ্যরাতের পর আড়াইটার দিকে   বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সিরাজগঞ্জের সদর উপজেলার কড্ডারমোড় এলাকায় এ ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, বগুড়া পুলিশের একটি টিম ঢাকা থেকে ফেরার পথে কড্ডার‌ মোড় এলাকায় পৌঁছলে রাত আড়াইটার দিকে ৩-৪ জন ছিনতাইকারী গাড়ি থামিয়ে পুলিশের দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। 

তিনি আরও জানান, তারা পালিয়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোছাদ্দেক হোসেন জানান, পুলিশের গাড়িতে ছিনতাই বা ডাকাতির কোনো ঘটনা আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান, পুলিশের গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কিনা তা জানি না। আমাদের সীমানা নলকা সেতু পর্যন্ত।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2