• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মালামালসহ ৫ জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৩১, ১৩ অক্টোবর ২০২২

আপডেট: ১৯:৩৬, ১৩ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
মালামালসহ ৫ জেলে আটক

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সংরক্ষিত এলাকায় মাছ ধরার অপরাধে মালামালসহ ৫ জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোরে বনবিভাগের টহলরত বিশেষ বাহিনীর সদস্যরা সুন্দরবনের পুষ্পকাঠি সংলগ্ন মাইটার খাল থেকে তাদের আটক করেন। এ সময় জব্দ করা হয় তিনটি নৌকা, জাল, ড্রাম, আহরিত মাছ।

আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের রুহুল কুদ্দুস মোড়লের ছেলে কামরুল ইসলাম, কামরুল ইসলামের ছেলে আল মামুন, মৃত ফজের আলীর ছেলে আজিয়ার রহমান, আমিন মোড়লের ছেলে আবুল কালাম মোড়ল ও কয়রা উপজেলা ঘড়িলাল গ্রামের নুর ইসলাম মোল্যার ছেলে আলগীর হোসেন। 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংরক্ষিত এলাকায় মাছ ধরার অপরাধে জেলেকে আটকের পর বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।
 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2