• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গমের ভূষির এলসিতে ভারত থেকে এলো বিপুল পরিমাণ ‘মিনিকেট চাল’

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৪, ১৩ অক্টোবর ২০২২

আপডেট: ২০:২৭, ১৩ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
গমের ভূষির এলসিতে ভারত থেকে এলো বিপুল পরিমাণ ‘মিনিকেট চাল’

অধিক মুনাফা লাভের আশায় শুল্ক ফাঁকি দিয়ে গমের ভূষির এলসি খুলে ভারত থেকে মিনিকেট চাল আমদানিকালে দুটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিজিবি ও শুল্ক কর্তৃপক্ষ দুটি ট্রাকসহ বিপুল পরিমান চাল জব্দ করেছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় সদর উপজেলার ভোমরা বন্দর সংলগ্ন এলাকা থেকে বিজিবি কর্তৃক একটি ট্রাক। এর আগে বুধবার দিনগত রাত ১১ টায় ভোমরা বন্দরের পার্কিং ইয়ার্ডের তিন নং গেট থেকে শুল্ক বিভাগ কর্তৃক আরো একটি ট্রাক জব্দ করা হয়। ওই দুটি ট্রাকে প্রায় ১৫৩৯ বস্তা চাল রয়েছে বলে জানা গেছে।

ভোমরা বন্দরের প্রশাসনিক শুল্ক কর্মকর্তা দয়াল মন্ডল জানান, আমদানিকারক সংস্থা যশোরের চুকনগরের ভাই ভাই স্টোর্স এর স্বত্বাধিকারি জয়দেব মন্ডল গমের ভূষির এলসি খোলেন। সিএন্ডএফ এজেন্ট সাব্বির মোল্লার লাইন্সেসে হারুঘোষ বুধবার বিকালে ওই মালামাল ছাড় করায়। গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বন্দরের পার্কিং ওয়ার্ডের তিন নং গেট থেকে রাতে মিনিকেট চাল ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৭৪৩) জব্দ করে শুল্ক কর্তৃপক্ষ। এছাড়া বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আরো একটি চাল ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৫৮২৯) জব্দ করে বিজিবি। 

তিনি আরো জানান, জব্দকৃত ট্রাকের চালের শুল্কসহ জরিমানা আদায় করা হবে।  প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2