• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জেলা পরিষদ নির্বাচন: প্রার্থীর উপর আরেক প্রার্থীর সমর্থকের হামলা

কুমার শুভ রায়, পিরোজপুর

প্রকাশিত: ১৩:১৫, ১৭ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
জেলা পরিষদ নির্বাচন: প্রার্থীর উপর আরেক প্রার্থীর সমর্থকের হামলা

পিরোজপুরে জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এক প্রার্থীর উপর আরেক প্রার্থীর সমর্থকের হামলার ঘটনা ঘটেছে। পিরোজপুর জেলা পরিষদের ২নং ওয়ার্ড (নেছারাবাদ উপজেলা) সদস্য প্রার্থী মো. সেলিম হোসেন (টিউবওয়েল) এর উপর মো. জাকারিয়া খান স্বপন (তালা) সমর্থকরা হামলা চালায়।

সোমবার (১৭ অক্টোবর) সকালে নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের করফা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সদস্য প্রার্থী মো. সেলিম হোসেন (টিউবওয়েল) ভোটারদের মাঝে টাকা বিতরণ করছে, এমন সংবাদ পেয়ে মো. জাকারিয়া খান স্বপন (তালা) এর সমর্থকরা এসে তাকে ঘেরাও করে এবং তার উপর হামলা চালায়। 

এ সময় প্রার্থী মো. সেলিম হোসেনসহ ৩জন আহত হয়। পরে আহত মো. সেলিম হোসেনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নতর চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।  

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে ।


 

বিভি/রিসি

মন্তব্য করুন: